মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর, ১৪জুন ॥ মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থ্য অসহায় ও পূনর্বাসিত ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে পিরোজপুর ইউপি পরিষদের বারাদি কার্যালয় চত্তরে ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। এসময় সেখানে জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য আরমান আলী, আরজান আলী, ম্যাগা, বারাদি ইউনিট আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন,ইউপি সচিব এরশাদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর ইউনিয়নে মোট ৪৬ জন দুস্থ্য অসহায় ও পূনর্বাসিত ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়।