মেহেরপুরে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

0
11

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার পুরোনো দরবেশপুরে পানিতে ডুবে সিহাব (৬) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি থেকে একটু দূরে পুকুরে সহপাঠীদের সঙ্গে মাছ ধরতে গেলে পানিতে ডুবে সে মারা যায়। সিহাব মেহেরপুরের কোলা গ্রামের বাবুর ছেলে। সিহাবের বাবা দুই বছর আগে তাঁর মাকে ডির্ভোস দেয়। সেই সূত্রে সিহাবের মা ছেলেকে নিয়ে দরবেশপুরে মা-বাবার বাড়িতে বসবাস করতেন। সিহাব স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র। স্থানীয় লোকজন জানান, সিহাব মাছ ধরতে পুকুরে গেলে সে পানিতে ডুবে যায়। পরবর্তীতে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। স্থানীয় লোকজন প্রায় এক ঘন্টা খোঁজাখুজি করার পর সন্ধ্যার দিকে সিহাবের মৃতদেহ উদ্ধার করেন।