মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদৃুল মান্নাফ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আনছার কমান্ডার আব্দুর রশীদ, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী প্রমুখ।
সভায় সকাল ৮টায় পৌর ঈদগাহে জেলার প্রধান জামাত, ৮ টা ১৫ মিনিটে সময় পুরাতন ঈদগাহে, সাড়ে ৮টায় কোর্ট জামে মসজিদে, ৯টায় মহিলা জামাত ও ৭টা ৩০ মিনিটে থানায় ঈদ জামাতের সিদ্ধান্ত গ্রহন করা হয়।