মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি॥ মেহেরপুরে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ । ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন- এই স্লোগাকে সামনে রেখে জেলায় ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে মোটর সাইকেল, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের রেজিঃ, ড্রাইভিং লাইসেন্স, ইন্সূরেন্স কাগজপত্র যাচাই করা শুরু করেছে জেলা ট্রফিক পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৫৩টি মোটর সাইকেল চালকের বিভিন্ন ধারায় মামলা ও ১টি রেজিঃ বিহীন মোটর সাইকেল আটক করা হয়েছে। রবিবার ৪১টি মোটর সাইকেল চালক, ২টি ট্রাক চালককের মামলা ও ৫টি রেজিঃবিহীন মোটর সাইকেল আটক করা হয়েছে।
ট্রাফিক পুলিশের টি.আই মুসতবা জানান, চলমান পরিস্থিতিতে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে জেলায় ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক ও বেপরোয়া গতিতে গাড়িচালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এসময় ট্রাফিক পুলিশের টি.আই-৩ মনির হোসেন, সার্জেন নাজমুল হাসান, টিপু সুলতান, এটিএসআই মামুন সহ বিভিন্ন কলেজের রোভার সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
এ সময় ট্রাফিক পুলিশ ও স্কাউটস সদস্যদের সহায়তা নিয়ে বিভিন্ন যানবাহনের চালকদের দুর্ঘটনারোধে সতর্ক করতে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
এদিকে, অন্যদিনের মতো মেহেরপুর থেকে লোকাল এবং দুরপাল্লার যাত্রীবাহী কোনো বাস ছেড়ে যায়নি। ফলে সড়কপথে যাতায়তকারী যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।