মেহেরপুরে ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

0
33

নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকেলে শপথবাক্য পাঠ করান জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. ইব্রাহীম শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রাহিনুজ্জামান পলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশিদুল হক জুয়েল, সহকারী কমিশনার আমিনুল ইসলাম খোকন, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জয়নুল আবেদিন, জিয়াউর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নিজামুল ইসলাম রকেট, সাধারণ সম্পাদক আবু হোসেন খান বাবু প্রমুখ। শপথ গ্রহণকারী ব্যক্তিরা হলেন সভাপতি কদর আলী, কার্যকরী সভাপতি হাফিজুর রহমান, সহসভাপতি কামাল হোসেন রিংকু, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী ও মাসুদুজ্জামান মাসুদ, সাংগঠনিক সম্পাদক মিয়াজান আলী, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম জুয়েল, লাইন সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম এবং কার্যকরী সদস্য কাজিমুল ইসলাম ও কাবেল আলী। ১৭ আগস্ট জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের মাধ্যমে এ সদস্যরা নির্বাচিত হন।