মেহেরপুর প্রতিনিধিঃ ‘মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার সময় জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা ড. নাজমুল হাসানের সভপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মোহাম্মদ জাকির হোসেন, খামার ব্যবস্থাপক ড. আসাদুজ্জামান মানিক সংবাদ কর্মী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে এক এক বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, যুগান্তর প্রতিনিধি তোজাম্মেল আযম, কালের কন্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মাহবুব চান্দু, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মহাসিন আলী , সময়ের সমীকরনের প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ।