মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার ইমরানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কলেজ শাখার সভাপতি কুদরত ই খুদা রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কলেজ মোড় থেকে বাসস্ট্যান্ড সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় কলেজ শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হেসেন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাব্বারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাজেদুর রহমান সেতু, নাহিদুজ্জামান শোভন,বায়েজিদ হোসেনসহ কলেজ শাখার সকল নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিল শেষে কলেজ চত্তরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন ও সাধারন সম্পাদক জুয়েল রানা উপস্থিত ছিলেন।