মাসুদ রানা,মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে এক কেজি গাঁজাসহ দুজন আটক । মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাবুপুর ঈদগাহপাড়া এলাকা ১ কেজি গাঁজা সহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়। আটকেরা হলেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের বাবর আলীর ছেলে ইনজেল আলী ও একই গ্রামের শাহাদত মন্ডলের ছেলে জান মোহাম্মদ।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন উদ্দীন জানান, বাবুপুর ঈদগাহপাড়া এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়েছে।