মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে প্রাণোদনা কর্মসূচির আওতায় সদর উপজেলা পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদের উদ্যোগে হলরুম মিলনায়তনে কৃষকদের মাঝে এসব সামগ্রী বিতরন করা হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কামারুজ্জামান। সদর উপজেলার বিভিন্ন এলাকার ৩ হাজার ৫শ ৬৯ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।