মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর থিয়েটারের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১ তম ম্ত্যৃুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি চত্তরে মেহেরপুর থিয়েটারের অফিস কার্যালয়ে এ আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর থিয়েটারের সভাপতি হাসানুজ্জামান মালেক।
মেহেরপুর থিয়েটারের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহামেদ, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের, মেহেরপুর থিয়েটারের যুগ্ম সম্পাদক সাংস্কৃতিক কর্মী মাসুদুল হাসান মাসুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম এ সাইদুর রহমান, সদস্য কাবরান আলী প্রমুখ। এসময় সেখানে শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মশিউর রহমান,সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক নূর আলম, মেহেরপুর থিয়েটারের অর্থ সম্পাদক আনোয়ারুল হাসান, কার্যনির্বাহী সদস্য আব্দুস ছালাম, আবদুল্লাহ মান্নান বাশিসহ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।