মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমানের নিজ উদ্যোগে এক অসহায় দরিদ্র মিনাহাজ আলী নামের একজন রিক্সা চালককে রিকসা প্রদান করেন। গতকাল শনিবার বিকালে পৌর কমিউনিটি সেন্টারের সামনে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এক হাতে এ রিক্সা তুলে দেন। মিনাহাজ আলী শহরের ৪ নং ওয়ার্ডের শেখপাড়ার বাসিন্দা। এসময় মিনাহাজ আলী বলেন, রিক্সা পেয়ে আমি খুব খুশি। আমি আমার সংসার চালতে হিমশিম খাচ্ছিলাম। এখন আমি এই রিক্সা চালিয়ে আয় করে সংসার চালাতে পারব। পৌর মেয়রের জন্য তিনি দোয়া প্রার্থণা করেন।