মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিল বিদ্যালয় মাঠে বিভিন্ন কৌসলে মহড়া করে দেখান হয়। মহড়ায় জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড মোকাবেলায় । এসময় সেখানে জেলা প্রশাসক পরিমল সিংহ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।