মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যানহ নতুন ১৩ জন করোনায় আক্রান্ত

0
46

নিউজ ডেস্ক:মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুসহ জেলায় নতুন করে ১৩ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার রাতে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৫৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে মেহেরপুর সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ৩ জন ও মুজিবনগর উপজেলায় ৩ জন। আক্রান্তরা হলেন- মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস (৬৮), মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু (৫৬), কোমরপুরের মোস্তাফিজুর রহমান (৩৩), গাংনী ঈদগাহপাড়ার আব্দুল হান্নান (৪৮) ও রেশমা খাতুন (৩৫) এবং করমদি হাইস্কুলের পাশে রেজাউল ইসলাম (৫০)। এছাড়াও মেহেরপুর সদর উপজেলায় ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন জানান, করোনাভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে আরও ৪৬ জনের রিপোর্ট এসেছে, যার মধ্যে ১৩টি পজিটিভ রিপোর্ট। নতুন পজিটিভগুলো মেহেরপুর সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ৩ জন ও মুজিবনগরে ৩ জন। এসব রিপোর্ট কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়।