নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা মৎস্য অফিসের উদ্যোগে মেহেরপুরে বিভিন্ন হাট-বাজারে অভিযান শুরু করা হয়েছে। হাট-বাজারের কোথাও ইলিশ মাছ বিক্রি হচ্ছে কিনা, এ অভিযানে সেটি দেখা হচ্ছে। সরকার বর্তমানে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই জেলা মৎস্য অফিস এবং উপজেলা মৎস্য অফিসাররা তাঁদের নিজ নিজ এলাকার হাট-বাজারগুলোতে প্রতিনিয়ত তল্লাশি চালাচ্ছে, যাতে করে বাজারে ইলিশ মাছ না পাওয়া যায় এবং ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা সময়কাল পর্যন্ত কেউ বিক্রি করতে না পারে। গতকাল মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাকির হোসেনের নেতৃত্বে মেহেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।