মেহেরপুরের বারাদি মোটর সাইকেলে ও সাইকেলর মুখোমুখি সংঘর্ষে আহত ১

0
34

নিউজ ডেস্ক:

মেহেরপুরের বারাদি বাজারে মোটর সাইকেলে ও সাইকেলর মুখোমুখি সংঘর্ষে ছুটিপুর গ্রামের তমেজ (৬৫) গুরুতর আহত হয়েছেন।

বুধবার বিকেল বারাদি বাজার নাসিরের মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত তমেজ উদ্দিন ছুটিপুর থেকে বারাদি বাজারে কামারের কাছে হেঁসো কাঁচি পোড়াতে আসে, হেঁসো কাচি পোড়ানোর পর বারাদি বাজার থেকে বাজার করে বাড়ি যাওয়ার জন্য রহনা দেন তিন।

 

এমন অবস্থাই বাড়াদি বাজার অতিক্রম করে নাসিরের কাঠ ফাড়া মিলের সামনে পৌঁছালে, অপর দিক থেকে বেপরোয়াভাবে আসা একটি মোটরসাইকেল তার সাইকেলে ধাক্কা মারে।এতে তিনি গুরুতর আহত হয়। এ অবস্থায় মোটরসাইকেল চালক তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

 

মেহেরপুর ফায়ার সার্ভিস’র একটি টিম ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আশে, বর্তমানে তমেজউদ্দিন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।