মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর ॥ মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে শফি উদ্দীনকে (৩৬) একটি দেশীয় সার্টারগান ও দু’টি কার্তুজসহ আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত মধ্যরাতে গাংনী থানা পুলিশের একটি অভিযানে তাকে আটক করা হয়। সে এলাকায় ডাকাত হিসেবে চিহ্নিত বলে জানায় পুলিশ। আটক শফি উদ্দীন হিন্দা গ্রামের মৃত নুর বক্সের ছেলে।
মেহেরপুর গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঈদকে সামনে রেখে ডাকাতরা এলাকায় ডাকাতির চেষ্টা করছে মর্মে গোপন সংবাদ পাই। সেমত গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) মাহতাব উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে মাইলমারী প্রাথমিক বিদ্যালয় মোড়ে অবস্থান নেন। এক পর্যায়ে সেখান দিয়ে গন্তব্যে যাওয়ার সময় শফিকে অস্ত্র ও কার্তুজসহ আটক করা হয়। তবে শফির সঙ্গীয় কয়েকজন পালিয়ে যায়। তাদেরকে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
শফির নামে গাংনী থানায় ডাকাতি, বোমা বিষ্ফোরণ ও চুরির মামলা রয়েছে। অস্ত্রসহ আটকের ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। ওই মামলার আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।