নিউজ ডেস্ক:মেহেরপুরের মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজে ছাত্রীদের কমনরুমে প্রবেশ করে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মাহাবুবুর রহমান (২০) নামের এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। মাহাবুবুর রহমান মুজিবনগর উপজেলার বাগোয়ান বকস্ পাড়ার আব্দুল হামিদের ছেলে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মুজিবনগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলম জানান, মাহাবুবুর রহমান নামের এক যুবক কলেজছাত্রীর সঙ্গে প্রেম করার জন্যে দীর্ঘদিন ধরে তাঁকে প্রস্তাব দিয়ে আসছেন। ওই কলেজছাত্রী তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ওই যুবক কলেজের কমনরুমে ঢুকে রুমের দরজা বন্ধ করে দেন। এ সময় ছাত্রীটি পালিয়ে যেতে গেলে ওই যুবক তাঁর হাত ধরে টানাহেঁচড়া শুরু করেন। ছাত্রীটি চিৎকার করলে শিক্ষকেরা ঘটনাস্থলে পৌঁছে যুবককে আটক করে মুজিবনগর উপজেলা প্রশাসন ও মুজিবনগর থানাকে বিষয়টি অবহিত করেন। তিনি আরও জানান, দ-বিধি ৫০৯ ধারা মোতাবেক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দোষী সাব্যস্ত করে ওই যুবকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং এ ধরনের ঘটনা যাতে আর না ঘটান, সে বিষয়ে কলেজের অধ্যক্ষের কাছে ছেলের বাবার কাছ থেকে মুচলেকা লিখে নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
মুজিবনগর সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল হক জানান, ‘কলেজের সুষ্ঠু পরিবেশের স্বার্থে ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আমরা উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে তাঁকে জরিমানা করেন।’