নিউজ ডেস্ক:‘মেয়ে আমার অহংকার, নিশ্চিত করব সকল অধিকার’ ও ‘কন্যাশিশুকে ভালোবাসব, তার জন্য নিরাপদ পৃথিবী গড়ব’ স্লোগানে মুজিবনগরে কন্যাশিশুদের নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিতকরণে ভালো বাবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের মুজিবনগরে গুড নেইবার্স বাংলাদেশ মেহেরপুর ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে ভবেরপাড়া সেন্ট জেভিয়ার হাইস্কুল প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
গুড নেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপির ম্যানেজার মি. সিমান্ত চিসিমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ডেইলি অবজারভার ও জিটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক রফিকুল আলম, মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, মহিলাবিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, সিডিপির সভাপতি ও ইউপি সদস্য সংকর বিশ্বাস, দিলীপ মল্লিক, মহিলা সদস্য নার্গিস আক্তারসহ কমিউনিটির অন্য নেতারা।
অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটির জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলা, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে বাবাদের সম্পৃক্তকরণ, শিশু অধিকার সুরক্ষায় কন্যাশিশুদের জন্য উপযুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং বাল্যবিবাহের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা হয়। এ ছাড়া এ সময় বাল্যবিবাহ না দেওয়ার জন্য কন্যাশিশুর বাবারা অঙ্গীকার করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন গুড নেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপির এডুকেশন অফিসার ঝর্ণা খাতুন।