নিউজ ডেস্ক:
মুক্তি পেতে এখনও ঢের দেরি। এরইমধ্যে ১০০ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে সালমান খানের টিউবলাইট। ইতোমধ্যেই ২০ কোটি টাকায় এই ছবির মিউজিক রাইট বিক্রি হয়ে গেছে। আর এবার ১৩২ কোটি টাকায় এই ছবির ডিস্ট্রিবিউশন রাইট কিনল NH Studioz।
গোটা ভারতে টিউবলাইটের ডিস্ট্রিবিউশনের স্বত্ত্ব কিনেছে তারা। শুধু ভারতেই নয়, চিনেও এই ছবির ডিস্ট্রিবিউশন রাইট বিক্রি হয়েছে ৭৫ কোটি টাকায়। একটি চিনা কোম্পানি এই স্বত্ত্ব কিনেছে।
১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপটে টিউবলাইট তৈরি করেছেন পরিচালক কবীর খান। সালমান-কবীরের যুগলবন্দি যে বক্সঅফিসে কতটা আলোড়ন ফেলে ‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’ তার প্রমাণ। টিউবলাইটে সালমানের বিপরীতে থাকছেন চীনা অভিনেত্রী ঝু ঝু।
ঝু ঝু চীনের জনপ্রিয় অভিনেত্রী। সঙ্গীত জগতেও তিনি বেশ পরিচিত নাম। স্বভাবতই তার ভারতে কাজ করা নিয়ে বেশ উৎসাহ রয়েছে সে দেশের লোকজনেরও। ছবিতে ভারতীয় এক সৈন্যর ভূমিকায় দেখা যাবে সালমানকে। তারই চিনা প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন ঝু ঝু। শোনা যাচ্ছে ছবিটি ডাবিং করে চিনের ১২০০টি প্রেক্ষাগৃহে দেখানো হবে।