বিপ্লব নাথ (চট্টগ্রাম) : চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় এক মা একসাথে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রবিবার রাতে উপজেলার বেসরকারী মাতৃকা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ তিন কন্যা শিশুর জন্ম হয়েছে। এক সঙ্গে তিন সন্তান জন্ম দেওয়া ওই মায়ের নাম তাজনুর বেগম (২২)। বর্তমানে মা ও সদ্যজাত তিন শিশু সবাই সুস্থ রয়েছেন।
মাতৃকা হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিরার উপজেলার সাহেরখালী এলাকার জাফর আলীর সহধর্মিনী তাজনুর প্রসব ব্যথা নিয়ে তাদের হাসপাতালে ভর্তি হন। রাতে অস্ত্রপাচারের একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম দেন তিনি।
চিকিৎসক টিমের প্রধান মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলম বলেন, “জটিল নয়, অনেকটা স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুগুলো ভূমিষ্ঠ হয়। বর্তমানে প্রসূতি এবং তিন শিশু পুরোপুরি সুস্থ রয়েছে। তারা মায়ের বুকের দুধও খাচ্ছে।
অস্ত্রপাচারকারী টিমে প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলমের সঙ্গে সংযোগী হিসেবে ছিলেন ডাঃ জোবেদা, ডাঃ রবিউল ইসলাম প্রমুখ। চলতি বছর তাজনুর বেগমই এ হাসপাতালটিতে ৩ সন্তানের জন্মদেন বলে জানান মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলম।
এদিকে, একসঙ্গে তিন কন্যা সন্তান জন্ম নিয়েছে- এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই তাদের দেখতে হাসপাতালে ভিড় জমান। কেউ কেউ মিষ্টি ও ফুল নিয়ে প্রসূতির হাতে তুলে দেন।