মায়ের চড়ে শিশুর মৃত্যু : মা শ্রীঘরে!

0
19

নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার হাজামপাড়া গ্রামে গত রোববার সকালে মায়ের চড় থাপ্পড়ে জান্নাতি খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ভাত না খাওয়ায় মা চড় মারলে জান্নাতি মৃত্যুর কোলে ঢলে পড়ে। জান্নাতি খাতুন ওই গ্রামের বকুল হোসেনের মেয়ে। পুলিশ অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, সকালে মা আলেয়া বেগম মেয়েটিকে ভাত খাওয়াচ্ছিল। মেয়েটি ভাত না খাওয়ায় তাকে মারধর করে মা আলেয়া বেগম। এতে গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় শিশুটির মা আলেয়া বেগমকে আটক করেছে পুলিশ। এই হৃদয় বিদারক ঘটনায় হাজামপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুটিকে নিয়ে যখন পরিবারের শোকের ছায়া বিরাজ করছে, তখন সন্তান হত্যার দায়ে মমতাময়ী মা উঠেছে শ্রীঘরে।