নিউজ ডেস্ক:রাতের আঁধারে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন আলমডাঙ্গায় মাদারহুদা গ্রামের কালাম হোসেন। গতকাল সোমবার রাত নয়টার দিকে উপজেলার সোনাতনপুর গ্রামের কাতুলি নামক মাঠের মধ্যে এ ঘটনাটি ঘটে। কয়েকজন যুবক জোরপূর্বক তাঁকে মারধর করে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কালাম।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের রেজাউল হোসেনের ছেলে কালাম হোসেন গতকাল রাত নয়টার দিকে মুন্সিগঞ্জ বাজার থেকে নিজের বাড়ি ফিরছিলেন। সোনাতনপুর ও মাদারহুদা গ্রামের কাতুলি মাঠের মধ্যে পৌঁছালে একই গ্রামের শাহাজউদ্দীনের ছেলে আলামিন, খোকন হোসেনের ছেলে রাসেল, ওহিদের ছেলে রাজুসহ অজ্ঞাতনামা কয়েকজন যুবক রাস্তায় গতিরোধ করে বাইসাইকেল থেকে নামিয়ে কালামকে মারধর করেন। এ সময় তাঁর কাছে থাকা ২০ হাজার টাকা তাঁরা ছিনিয়ে নেন। কালাম আহত অবস্থায় বাড়ি ফিরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যেয়ে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন। কালাম জানান, থানায় লিখিত অভিযোগ করায় অভিযোগ তুলে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি-ধামকি প্রদান করছেন অভিযুক্তরা।