মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিন

0
13

আলমডাঙ্গায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার
নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা উন্নয়ন বিষয়ে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গার থানা চত্বরে এ ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার।
প্রধান অতিথির বক্তব্যে কানাই লাল সরকার বলেন, ‘মদ, গাঁজা, হেরোইন ও ইয়াবার মতো মরণনেশার টাকা জোগাড় করতে গিয়েই ছিনতাই, চুরি-ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপের ঘটনার সৃষ্টি হচ্ছে। তাই যারা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত, তাদের আপনারা ধরিয়ে দিন।’ তিনি বলেন, ‘আপনাদের ব্যক্তিগত স্বার্থে কেউ কারও নামে হয়রানিমূলক মিথ্যা মামলা করলে, সেটা মিথ্যা প্রমাণিত হলে শাস্তি প্রদান করা হবে। বাল্যবিবাহের কুফল সম্পর্কে পিতা-মাতাকে সচেতন করতে হবে। ইভটিজিংয়ের বিষয়ে অভিভাবকেরা নিজেদের বিপথগামী সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। সন্তানদের আবদার রাখতে দামী দামী অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়ে তাদের সর্বনাশ করবেন না। ইদানিং এ অঞ্চলে আত্মহত্যার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। আত্মহত্যা মহাপাপ ও বড় ধরনের অপরাধ। আইনে আছে, আত্মহত্যা করতে গিয়ে কেউ বেঁচে গেলে তার জেল হবে।’ তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ যদি জঙ্গিবাদ দমন করতে পারে, তাহলে মাদক, সন্ত্রাস, চুরি ও ছিনতাইয়ের ঘটনাও রোধ করতে পারবে। আইনশৃঙ্খলার অবনতি কোনোক্রমেই ঘটতে দেওয়া যাবে না। আর এ জন্য সবাইকে সচেতন হয়ে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদীর গনু, জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আলমডাঙ্গা চেয়ারম্যান সমিতির সভাপতি কাউছার আহম্মদ বাবলু, সম্পাদক নুরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কামন্ডের সাবেক কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার, সাবেক পৌর কমান্ডার আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু, লুৎফর রহমান, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আসাহাবুল হক ঠান্ডু, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন, অ্যাড. নাশির উদ্দিন মন্জু, নাজিম উদ্দিন, শওকত আলী, আব্দুল জব্বার, মনিন্দ্র নাথ দত্ত, ওমর ফারুক, ওয়াজেদ আলী মাস্টার, ইমদাদুল হক, আইনদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ম-ল, আবু তাহের আবু, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান রুন্নু, আমিনুল ইসলাম রোকন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিত, আবু সাইদ পান্টু, আওয়ামী লীগের নেতা চঞ্চল মাহমুদ, পরিমল কালু, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, শিক্ষক জামিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহবুবুর রহমান।

ভিতরের পাতায়
ছবি আছে
আলমডাঙ্গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মশালা
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধীন খুলনা অঞ্চলের আঞ্চলিক কেন্দ্রের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম এবং মাল্টিসেক্টোরাল নিউট্রিশন প্রকল্পের কর্মকর্তা রাবেয়া আখতার হেলেন ও আব্দুস শুকুর। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম, শামীম ইকবাল, শহিদুল ইসলাম, লিটন আহমেদ, রকিবুল ইসলাম, খাদেমুল বাশার, আব্দুর রফিক, কামরুল হোসেন ও আরিফুল ইসলাম।

বিশেষ প্রতিবেদন: