চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
নিউজ ডেস্ক:‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ স্লোগানে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারা দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ স্লোগানে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের কোর্ট মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও সিভিল সার্জন ডা. খায়রুল আলম। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস কে ইকতেখার মোহাম্মদ উমায়ের। সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা উপলব্ধি করে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। মাদক পাচার, সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। মাদক সম্পর্কে কোথাও কোনো অভিযোগ পাওয়া গেলে প্রশাসন সেখানে দ্রুত অভিযান পরিচালনা করবে। বক্তারা আরও বলেন, এর মধ্যে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয় ও কলেজে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে বিভিন্ন পাড়া-মহল্লায়ও এ কার্যক্রম পরিচালনা করা হবে। তাই মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তাঁরা।
আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান আইয়ুব হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, সরকারি কলেজের প্রভাষক মাকসুদুল ইসলাম, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক জিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বারি, যুবউন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান প্রমুখ। সভা শেষে মাদকবিরোধী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মেহেরপুর:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেহেরপুরে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মাদকবিরোধী একটি র্যালি বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনর নেতেৃত্বে র্যালিটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এসকে এফতেখার মোহাম্মদ, খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেনর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এসকে এফতেখার মোহাম্মদ প্রমুখ।
ঝিনাইদহ:
‘সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ এ শ্লোগানে ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসিম কোর্টের মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বক্তব্য দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা সুশান্ত কুমার দেব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান ও অ্যাড. সালমা ইয়াসমিন।