মাদকব্যবসায়ী বুদু নিহত : অস্ত্র ও মাদক উদ্ধার

0
14

গাংনীর হাড়াভাঙ্গায় ভোররাতে দু’দল মাদকব্যবসায়ীদের বন্দুকযুদ্ধ
নিউজ ডেস্ক:গাংনী উপজেলার হাড়াভাঙ্গা মাদ্রাসাপাড়া এলাকায় দু’দল মাদকব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে বুদু উদ্দীন বুদু (৩৫) নামের এক মাদকব্যবসায়ী নিহত হয়েছে। নিহত বুদু গাংনী উপজেলার পীরলা গ্রামের মধ্যেপাড়া এলাকার জোয়াদ আলীর ছেলে। গতকাল সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ এক কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে।
পীরলাতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অজয় কুমার দাশ এ তথ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই মাঠের মধ্যে দু’দল মাদকব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদে পুলিশের একটি টিম ঘটনা স্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখানে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ দেহটি উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, নিহতের প্রথম স্ত্রী হুসনীয়ারা জানান, ডিবি পুলিশ পরিচয় দিয়ে গত রোববার সন্ধ্যার দিকে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। সোমবার সকালে খবর আসে তাকে গুলি করা হয়েছে। তিনি আরো জানান, বেশ কিছুদিন আগে আমার স্বামী পুলিশের কাছে আত্মসমর্পন করেছিল। জেল থেকে জামিনে ছাড়া পেয়ে বাড়িতেই অবস্থান করছিল। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মেহেরপুর জেনারেল হাসপাল মর্গে প্রেরণ করা হয়েছে।