নিউজ ডেস্ক:সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ভূগর্ভস্থ মাটি উত্তোলন করায় এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঈনউদ্দীন এ জরিমানা করেন। তিনি জানান, যাদবপুর গ্রামের মৃত আনন্দ মন্ডলের ছেলে মো. চাইনদ্দিনকে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ভূগর্ভস্থ মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই গ্রামের জহিরুল ইসলাম বাবু এবং কোলা গ্রামের কন্টাক্টর মো. মিজানুরসহ শ্রমিকদের মুচলেকা নেওয়া হয় যাতে করে তারা আর কোনো ভূগর্ভস্থ মাটি উত্তোলন না করেন।