ঝিনাইদহ সংবাদদাতাঃ মিয়ানমারে রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর সাহিত্য পরিষদের সভাপতি ও পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনামের সভাপতিত্বে মহেশপুর সাংবাদিক কল্যান সংস্থার কার্যালয় থেকে শুরু হয়ে ডাক বাংলো পর্যন্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জদ্দিন হামিদ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড.আব্দুল মালেক গাজি, জেলা পরিষদ সদস্য এম এ আসাদ, শেখ হাসেম আলী, মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, পৌর কাউন্সিলর সোহাগ খান, সাবাদিক অসীম মোদক, নাসির উদ্দিন, মহেশপুর সাহিত্য পরিষদের শ্যামসুন্দর কুন্ডু, দীপক সাহা, মনসুর রশিদ, নিখিল পাল, মিঠু হাফিজ, এম কে টুটুল, আরিফুজ্জামান বিপাশ, সাহাজ্জেল হোসেন,কামাল হোসেন, সানোয়ার হোসেন শান্তি, জাকির হোসেন, বদর উদ্দিন, জহির উদ্দিন, জি এম,মারুফ,হামিদ বিশ্বাস,উজ্জল বিশ্বাস,শেখ আলাউদ্দিন মিয়া প্রমুখ।