মোঃ সুমন আলী খাঁন, হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের সাথে যুক্ত নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও ও নারান্দি গ্রামের প্রধান পুরনো সড়কের নির্মিত ব্রীজটি বেহালদশায় পরিনত হয়েছে। চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। দেখার যেন কেউ নেই। ঢাকা-সিলেট মহাসড়ক নির্মানের আগে এই সড়ক দিয়েই যান চলাচল করতো। মহাসড়ক নির্মানের পর যান-চলাচলের অযোগ্য হয়ে পড়ে এই পুরনো সড়কটি। কিন্তু থেমে থাকেনি গ্রামাঞ্চলের পথচারী মানুষের যাতায়াত। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে যাতায়াত করে দিনারপুর উচ্চ বিদ্যালয়, দিনারপুর আইনগাঁও দাখিল মাদ্রাসা ও দিনারপুর কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্র/ছাত্রী। পুরোনো এই সড়কের নির্মিত ব্রীজটির উপরে বড় গর্ত হওয়ায় দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারন পথচারী, স্কুল, কলেজের ছাত্র/ছাত্রী ও এলাকাবাসীসহ সড়কে চলাচলগামী ছোট-ছোট যানবাহন গুলো। তাদের পোহাতে হয় ব্যাপক দুর্ভোগ। এ ব্যাপারে তড়িৎ কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছেন এলাকাবাসী।