চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে আলোচনা সভা
নিউজ ডেস্ক:‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব ‘মা’ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার পৃথক স্থানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
সারাদেশের ন্যায় একযোগে চুয়াডাঙ্গায় বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সিভিল সার্জন ডাঃ খায়রুল আলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী আলম মিলি। আরও বক্তব্য রাখেন ‘মা’ মীম আক্তার, ওয়েভ ফাউন্ডেশনের প্রতিনিধি কানিজ সুলতানা। বক্তারা মায়ের প্রতি আরও যতœশীল হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়ে বলেন, ‘শুধু দিবসে আবদ্ধ না থেকে প্রতিদিনই মা দিবস পালন করা হোক। মায়ের অসামান্য অবদানের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। শেষ বয়সে যেন একজন মমতাময়ী মায়ের আশ্রয় বৃদ্ধাশ্রমে না হয়।’
আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে ছালমা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম। আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান, প্রশিক্ষক শামসুজ্জামান বাবু, হুসনেয়ারা বেগম, প্রশিক্ষক শান্তনা খাতুন, সভাপতি জাহানারা বেগম ও সাজেদা খাতুন প্রমুখ। সভা শেষে সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
দামুড়হুদা:
দামুড়হুদায় বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি, প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলী প্রমূখ। ‘শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা’ এই শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান ববি। সার্বিক সহযোগিতায় ছিলেন সুমন হোসেন।
মুজিবনগর:
মেহেরপুরের মুজিবনগরে বিশ্ব মা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মা দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল রোববার সকাল ১১টার দিকে মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলায়তনে মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী আবু হামিদ, মাতৃত্বভাতাভোগী, সপ্ন প্যাকেজ মায়েরা, ভিজিডি উপকার ভোগী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এনজিও সদস্যবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা তথ্য আপা খন্দকার তানিয়া।
গাংনী:
‘মা ছোট্ট একটি শব্দ হলেও এর ব্যাপকতা এর মর্যাদা যে কত অসীম তা আমরা জানিনা। আমরা আজ মা দিবস পালন করছি বটে আসলে আমরা আমাদের মা’কে কতটুকু সম্মান শ্রদ্ধা করতে পেরেছি’। গতকাল রোববার বেলা ১১টার সময় বিশ্ব ‘মা’ দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। গাংনী উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে মহিলা কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহসভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, জাতীয় পাটি জেলা সম্পাদক আব্দুল হালিমসহ বিভিন্ন কর্মজীবি মহিলা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে একটি র্যালি গাংনী শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।