জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু : কেন্দ্র পরিদর্শনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক
মেহেরপুর জেলায় পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ হাজার ৭৮২ জন পরীক্ষার্থী
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাসহ সারা দেশে একযোগে শুরু হয়েছে অষ্টম শ্রেণি সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) সমমানের পরীক্ষা।চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গা জেলাব্যাপী শুরু হয়েছে অষ্টম শ্রেণি সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) সমমানের পরীক্ষা। বাংলা প্রথমপত্রের মধ্য দিয়ে শুরু হলো এ পরীক্ষার প্রথম দিনের আনুষ্ঠানিকতা। চুয়াডাঙ্গায় এ বছরেও ২৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষায় ২২ হাজার ২০২ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও পরীক্ষা দিয়েছে ২১ হাজার ৬৩৬ জন, অনুপস্থিত ছিল ৫৬৬ জন। জেলার চার উপজেলার ১৫ হাজার ৯৬১ জন জেএসসি পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৫ হাজার ৬১০ জন, অনুপস্থিত পরীক্ষার্থী ৩৫১ জন। জেডিসি পরীক্ষার্থী ১ হাজার ৭২৬ জনের মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৬১১ জন, অনুপস্থিত ১১৫ ও এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপণী পরীক্ষার্থী ২ হাজার ৩ জনের মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৯০৩ জন, অনুপস্থিত ছিল ১০০ জন। তবে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত করতে সব ধরনের আগাম প্রস্তুতি থাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাই কোনো কেন্দ্র থেকে পরীক্ষার্থী কিংবা শিক্ষক বহিষ্কারের খবর পাওয়া যায়নি। এদিকে, প্রথম দিনের পরীক্ষা দেখতে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় তিনি কয়েকটি পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে কথা বলেন। কেন্দ্রের পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, মনোরম ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। পরীক্ষা চলাকালীন কিম্বা আগে-পরে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তা ছাড়া পরীক্ষা কেন্দ্রের পরিবেশ এমন করা হয়েছে, যেখানে ম্যাজিস্ট্রেট ও পুলিশের কোনো প্রয়োজন পড়ছে না।’মেহেরপুর:জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা সারা দেশের মত মেহেরপুরে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। এ বছর জেএসসি পরীক্ষায় মেহেরপুর জেলার ১১ হাজার ৯’শ ৫৬ জন এবং জেডিসি পরীক্ষায় ৮২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।মেহেরপুর জেলা শিক্ষা অফিস জানিয়েছে, জেলার ৩ উপজেলার ১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সদর উপজেলার ৩টি, মুজিবনগর উপজেলার ৩টি এবং গাংনী উপজেলার ৬টি কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হয়। । এবার ইংরেজি ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে হবে। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, চারু ও কারুকলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃতি, পালি বিষয়সমূহ ধারাবাহিক মূল্যায়ন করা হবে।