1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিক্রেতা বা সেবাদাতার দায়িত্ব! | Nilkontho
৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | মঙ্গলবার | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
আওয়ামী লীগ ও দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে: নবীউল্লাহ নবী অন্তর্বর্তী সরকারের ২ মাস: কতটা পূরণ হলো সাধারণের প্রত্যাশা? ১১ অক্টোবর বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান পলাশবাড়ী সরকারি কলেজে নতুন অধ্যক্ষের যোগদান পলাশবাড়ীতে শারদীয় দূর্গাপূজা উদযাপনের শেষ মুহুর্তের চলছে প্রস্তুতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩০ কুমিল্লা সীমান্তে যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ নারায়ণগঞ্জে নার্সদের কর্মবিরতি পালিত ট্রাভেল পাস নিয়ে ভারতে থাকার চেষ্টা করছেন আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা কর্মীদের বেতন-ভাতা প্রদানে দান-সদকার সওয়াব গাজা যুদ্ধের এক বছর নিয়ে কী বললেন বাইডেন, কমলা ও ট্রাম্প যে কারণে হঠাৎ বিতর্কিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন হপফিল্ড ও হিন্টন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ৪৮ দিনের রিমান্ডে অবসরই নিচ্ছেন মাহমুদউল্লাহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা আলমডাঙ্গায় ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামী মিনার কুষ্টিয়ায় বন্যার পানিতে তলিয়ে গেছে বসতঘর মহেশপুরে উকড়ির বিলের বাঁধ কাটা ও মিথ্যা মামলা প্রত্যহারের দাবিতে অবস্থান কর্মসূচি চুয়াডাঙ্গায় বাড়ছে নিউমোনিয়া রোগির সংখ্যা; পা ফেলার জায়গা নেই হাসপাতালে

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিক্রেতা বা সেবাদাতার দায়িত্ব!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

নিউজ ডেস্ক:

অন্য সব পেশা উদ্ভবের আগেই ব্যবসা ছিল আদি মানুষের পণ্য বিনিময়ের একটি মাধ্যম। এক পণ্যের বিনিময়ে অন্য পণ্য দিয়েই মূলত ব্যবসার সূত্রপাত। তবে মুদ্রা আবিষ্কারের পরেই ব্যবসার ধরন বদলে যায় এবং ব্যবসাকে কেন্দ্র করে মানবসভ্যতাও বদলে যায়। ব্যবসাও বদলাতে থাকে তবে বদলায়নি ব্যবসার উদ্দেশ্য। ব্যবসার মূল উদ্দেশ্যই হচ্ছে, পণ্য বা সেবার বিনিময়ে অর্থ উপার্জন করা। তবে সেই পণ্য এবং সেবা অবশ্যই হতে হবে মূল্যের বিপরীতে সমান বা সমতুল্য। ওজনে সঠিক পরিমাণে দেয়া বা পণ্যের গুণগত মান ঠিক রাখা বা পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি না রাখা ইত্যাদিই হচ্ছে সাধারণ দৃষ্টিকোণ থেকে প্রতিটি ভোক্তার অধিকার। ভোক্তার যেগুলো অধিকার, বিক্রেতা বা সেবাদাতার জন্য সেগুলো দায়িত্ব বা কর্তব্য।
তবে ব্যবসা যেহেতু মানুষের দ্বারা পরিচালিত, সেহেতু মানুষের আচরণ-প্রকৃতি সবই ব্যবসার ওপর প্রভাব বিস্তার করবে এটাই স্বাভাবিক। তাই অন্যসব পেশার মতো ব্যবসাতেও দুষ্টু মানুষের খারাপ অভিপ্রায়গুলো কিছু ক্ষতিকর দিক তৈরি করছে এবং ভবিষ্যতেও হয়তো তৈরি করে যাবে। আর ওসব ক্ষতিকর দিকগুলো সব ভোক্তাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছে যা অমানবিক এবং বেআইনি। যখনই বেআইনি কাজের প্রশ্ন ওঠে, তখন আইনও চলে আসে নির্দ্বিধায়। ভোক্তাদের ঠকানো সবসময়ই অমানবিক এবং অনৈতিক কাজ। কিন্তু অমানবিক এবং অনৈতিক বললে সেখানে কঠোরতার বিষয়টা আসে। তাই নিয়ে আসতে হয় আইন, তখন আইন অমান্য বা আইনের বিরোধিতাই হচ্ছে বেআইনি, আর বেআইনি কাজের বিরুদ্ধেই আছে কঠোরতা, আছে শাস্তির ব্যবস্থাও।

বাংলাদেশে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ নামের একটি আইন রয়েছে যেটি ভোক্তাদের সব অধিকার নিয়ে কাজ করে। আইনটি যেমন একদিকে নিশ্চিত করে বিক্রেতা বা সেবাদাতাদের দায়িত্ব, অন্যদিকে নিশ্চিত করে ভোক্তাদের অধিকার। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবলম্বনে বিক্রেতা বা সেবাদাতার কী কী দায়িত্ব রয়েছে এবং দায়িত্ব অবহেলায় কী কী শাস্তি রয়েছে তা নিয়ে আলোচনা করা হলো।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে একজন বিক্রেতা বা সেবাদাতার যে দায়িত্বগুলো রয়েছে তা হলো : ১. পণ্য মোড়ক দিয়ে আবদ্ধ অবস্থায় বিক্রি করতে হবে এবং মোড়কে ওই পণ্যের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ থাকতে হবে। অন্যথায় শাস্তি, অনূর্ধ্ব এক বছর কারাদ-, বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদ-, বা উভয় দ- হতে পারে। ২. দোকান বা প্রতিষ্ঠানের সহজে দৃশ্যমান কোনো স্থানে পণ্যের মূল্যের বা সেবার মূল্যের তালিকা প্রদর্শন করতে হবে। না প্রদর্শন করলে শাস্তি_ অনূর্ধ্ব এক বছর কারাদ-, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদ-, বা উভয় দ-। ৩. নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে কোনো পণ্য, ওষুধ বা সেবা বিক্রি বা বিক্রির প্রস্তাব করা যাবে না। করলে শাস্তি_ অনূর্ধ্ব এক বছর কারাদ-, বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদ-, বা উভয় দ-। ৪. কোনো ব্যক্তি জেনেশুনে ভেজালমিশ্রিত পণ্য বা ওষুধ বিক্রি বা বিক্রির প্রস্তাব করবে না। করলেই শাস্তি_ অনূর্ধ্ব তিন বছর কারাদ-, বা অনধিক দুই লাখ টাকা অর্থদ-, বা উভয় দ-। ৫. কোনো ব্যক্তি মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে ক্ষতিকারক কোনো দ্রব্য যা আইন বা বিধির অধীন নিষিদ্ধ করা হয়েছে তা কোনো খাদ্যপণ্যের সঙ্গে মেশাবেন না। এরকমটি করলে শাস্তি_ অনূর্ধ্ব তিন বছর কারাদ-, বা অনধিক দুই লাখ টাকা অর্থদ-, বা উভয় দ-। ৬. কোনো ব্যক্তি মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনো দ্রব্য যা আইন বা বিধির অধীন নিষিদ্ধ করা হয়েছে এমন পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করবেন না। করলে শাস্তি_ অনূর্ধ্ব দুই বছর কারাদ-, বা অনধিক এক লাখ টাকা অর্থদ-, বা উভয় দ-। ৭. কোনো পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে অসত্য বা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাসাধারণকে প্রতারিত করা যাবে না। করলে শাস্তি_ অনূর্ধ্ব এক বছর কারাদ-, বা অনধিক দুই লাখ টাকা অর্থদ-, বা উভয় দ-। ৮. প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ করবেন। না করলে শাস্তি_ অনূর্ধ্ব এক বছর কারাদ-, বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদ-, বা উভয় দ-। ৯. কোনো পণ্য সরবরাহ বা বিক্রির সময় ভোক্তাকে প্রতিশ্রুত ওজনের চেয়ে কম ওজনে ওই পণ্য বিক্রয় বা সরবরাহ করবেন না। করলে শাস্তি_ অনূর্ধ্ব এক বছর কারাদ-, বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদ-, বা উভয় দ-। ১০. কোনো পণ্য বিক্রি বা সরবরাহের উদ্দেশ্যে কোনো ব্যক্তির দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে ওজন পরিমাপের কাজে ব্যবহৃত বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্র প্রকৃত ওজনের চেয়ে অতিরিক্ত ওজন প্রদর্শন থেকে বিরত থাকবেন। বিরত না থাকলে শাস্তি_ অনূর্ধ্ব এক বছর কারাদ-, বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদ-, বা উভয় দ-। ১১. কোনো পণ্য বিক্রি বা সরবরাহের উদ্দেশ্যে কোনো ব্যক্তির দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে দৈর্ঘ্য পরিমাপের কাজে ব্যবহৃত গজ বা ফিতা প্রকৃত দৈর্ঘ্য অপেক্ষা অধিক দৈর্ঘ্য প্রদর্শন করা থেকে বিরত থাকতে হবে। বিরত না থাকলে শাস্তি_ অনূর্ধ্ব এক বছর কারাদ-, বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদ-, বা উভয় দ-। ১২. কোনো পণ্যের নকল প্রস্তুত বা উৎপাদন করা থেকে বিরত থাকবেন। অন্যথায় শাস্তি_ অনূর্ধ্ব তিন বছর কারাদ-, বা অনধিক দুই লাখ টাকা অর্থদ-, বা উভয় দ-। ১৩. মেয়াদোত্তীর্ণ কোনো পণ্য বা ওষুধ বিক্রয় করবেন না বা বিক্রির প্রস্তাব করবেন না। করলে শাস্তি_ অনূর্ধ্ব এক বছর কারাদ-, বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদ-, বা উভয় দ-। ১৪. কোনো ব্যক্তি, কোনো আইন বা বিধির অধীন নির্ধারিত বিধি-নিষেধ অমান্য করে সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কোনো কাজ করবেন না। করলে শাস্তি হিসেবে রয়েছে_ অনূর্ধ্ব তিন বছর কারাদ-, বা অনধিক দুই লাখ টাকা অর্থদ-, বা উভয় দ-। ১৫. কোনো সেবা প্রদানকারীর অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতা দ্বারা সেবাগ্রহীতার অর্থ, স্বাস্থ্য বা জীবনহানি ঘটে এমন কোনো কাজ করবেন না। করলে শাস্তি হিসেবে আছে_ অনূর্ধ্ব তিন বছর কারাদ-, বা অনধিক দুই লাখ টাকা অর্থদ-, বা উভয় দ-।
তবে যদি কোনো বিক্রেতা বা সেবাদাতা উপরোলি্লখিত কোনো অপরাধের জন্য দ-িত হয়েও আবার একই অপরাধ করেন তবে তিনি ওই অপরাধের জন্য সর্বোচ্চ যে দ- উল্লেখ আছে, তার দ্বিগুণ দ-ে দ-িত হবেন। অর্থাৎ যদি কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে কোনো পণ্য, ওষুধ বা সেবা বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করে ইতোমধ্যে একবার শাস্তি ভোগ করেছে যা ছিল অনূর্ধ্ব এক বছর কারাদ-, বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদ-, বা উভয় দ-। কিন্তু তিনি যদি এই একই অপরাধ আবার করে বসেন তখন তার শাস্তি আর অনূর্ধ্ব এক বছর কারাদ-, বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদ- হবে না, বরং তা দুই বছর কারাদ- বা এক লাখ টাকা অর্থদ- বা উভয় দ- হতে পারে।
মোটামুটিভাবে এই দায়িত্বগুলোকেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। আশা করি, বিক্রেতা বা সেবাদাতারা ওই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবেন।

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৫৬
  • ৪:০৯
  • ৫:৫১
  • ৭:০৪
  • ৫:৫৭

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বু বৃহ
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১