দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবিরি চোরাচালানবিরোধী পৃথক অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৩২টি গরু, ২৪টি মহিষসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে এসব গরু-মহিষসহ দুজনকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হান্নান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তে মেইন পিলার ৮৮-এর নিকট হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গড়াই মাঠ নামক স্থান হতে ৬টি ভারতীয় গরু ও ৯টি মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২১ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু ও মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
একই দিন ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রফিকুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তে মেইন পিলার ৮৮ এর নিকট হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ৬টি ভারতীয় গরু ও ৭টি মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু ও মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
এদিকে, গতকাল শুক্রবার সকাল সাড়ে দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রায়হান আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তে মেইন পিলার ৮৬-এর নিকট হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ২টি ভারতীয় মহিষ ও ২টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকা। উদ্ধার হওয়া গরু ও মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করা রয়েছে।
অপর দিকে, গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. শফিকুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তে মেইন পিলার ৮৯-এর নিকট হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ নামক স্থান হতে ২টি ভারতীয় গরুসহ দুজনকে আটক করেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার কুল্লুখালপাড়ার সবদুল হকের ছেলে শাহিন আলম (১৮) ও ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হাটখোলা গ্রামের মৃত ফলোহার ম-লের ছেলে রাজ্জাক ম-ল (৪৫)। উদ্ধার হওয়া গরুর আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধার হওয়া ২টি গরুসহ আসামিদের দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, গতকাল বেলা একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত সদরের বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তে মেইন পিলার ৮৮-এর নিকট হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ৭টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
একই দিন গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. একরামুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর সীমান্তে মেইন পিলার ৯২-এর নিকট হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদাবাড়ী মাঠ নামক স্থান হতে ৫টি ভারতীয় গরু ও ৬টি মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৫ লাক ৫০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু ও মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
অপর দিকে, গতকাল বেলা একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. একরামুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর সীমান্তে মেইন পিলার ৮৪-এর নিকট হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিশচন্দ্রপুর মাঠ থেকে ৪টি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।