চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৬ বোতল ভারতীয় মদসহ সেলিম গাজী (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম গাজী চাঁদপুর সদর থানার বিষ্ণুপুর গ্রামের ফজলু হক গাজীর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, শুক্রবার ভোরে এসআই ওহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় শহরের হাসান চত্বর পুলিশ বক্সের সামনে থেকে ২৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ সেলিম গাজীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।