ভারতশাসিত কাশ্মিরের স্বাধীনতা সংগ্রামে সমর্থন জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সমর্থন পুনর্ব্যক্ত করার কথা জানান। রোববার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী নিজেদের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার অর্জন না করা পর্যন্ত কাশ্মিরি জনগণের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখার বিষয়ে জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
এছাড়াও, পাকিস্তানের এই দুই নেতা আন্তর্জাতিক সম্প্রদায়কে কাশ্মিরের জনগণের ওপর ভারতীয় নৃশংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গুরুতরভাবে নজরে নিতে এবং বিশ্ব সংস্থার রেজুলেশনগুলো বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন।
রোববার ‘কাশ্মির ব্ল্যাক ডে’ দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জারদারি বলেছেন, “ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে, কাশ্মিরিদের কষ্ট লাঘব করতে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য ভারতকে চাপ দিতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। পাকিস্তান তার কাশ্মিরি জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকবে যতক্ষণ না তারা তাদের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার অর্জন করে।”
প্রেসিডেন্ট জারদারি বলেছেন, “আমরা ভারতের চলমান নৃশংসতার তীব্র নিন্দা জানাই এবং কাশ্মিরি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। দীর্ঘস্থায়ী বিরোধকে উসকে দেওয়া উচিত নয়; মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী আমাদের সেটিই স্মরণ করিয়ে দেয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা এবং বিরোধকে আরও বাড়িয়ে দেওয়া কখনোই স্থায়ী শান্তির নিশ্চয়তা দেয় না। কাশ্মিরিদের তিন প্রজন্ম সমগ্র বিশ্ব, বিশেষ করে জাতিসংঘের কাছে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রদানের জন্য অপেক্ষা করেছে। বিশ্ব তার এই দায়িত্বকে আর উপেক্ষা করতে পারবে না।” সূত্র: দ্য ডন