মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামে সান্তাহার আলী ওরফে শান্তকে জবাই করে হত্যার ঘটনায় দুই আসামীর রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া অপর এক আসামীর জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।
সোমবার (২৮ মে) নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খোরশেদ আলম মামলার আসামী গড়মাটি গ্রামের খোরশেদ আলীর ছেলে এশারত আলীর দুই দিন এবং শামসুল হকের ছেলে আয়নাল হকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া অপর আসামী সাইফুল ইসলামের ছেলে রুবেল হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মামুন আদালতে আসামীদের সাতদিনের রিমান্ড আবেদন করেছিলেন।
উল্লেখ্য, গত ১৯ মে গড়মাটি সিঙ্গারলালী বিল থেকে সান্তাহার আলী শান্তর জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।