এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ থানার এএসআই মামুন অফিসার ইনচার্জের নির্দ্দেশে ১ সপ্তাহে ২৪ জন মাদক ব্যবস্যায়ী ও সেবক, জুয়ারু সহ পলাতক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে।
জানাগেছে, বীরগঞ্জ উপজেলাকে মাদক ও জুয়ারু মুক্তের চেষ্টায় অফিসার ইনচার্জ সাকিলা পারভিনের নির্দ্দেশে থানার বিভিন্ন এসআই ও এএসআই দের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মামুনুর রশিদ মামুনের প্রচেষ্টায় ২ মে হতে ১জুন পযর্ন্ত উপজেলার বিভিন্ন স্থান হতে ২৪ জন মাদক ব্যবস্যায়ী ও সেবক, জুয়ারু সহ পলাতক আসামীকে গ্রেফতার করে।
এব্যাপারে এএসআই মামুন জানায়, ৩০মে সুজালপুর ইউনিয়নের বর্ষা এলাকার চেংগাইক্ষেত্র গ্রামের মৃত মাওলানা আইনুল হকের পুত্র জুয়ারু আরেফিন দেওয়ান সহ ১১জন জুয়ারু, ৮জন মাদক ব্যবস্যায়ী ও সেবক এবং ৫ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এলাকাবাসী তার এই অভিযানকে অভিনন্দন জানিয়ে বলেন, অপরাধীদের জম হিসাবে তিনি সুনাম অর্জন করেছেন বলে দিনাজপুর পুলিশ প্রশাসন তাকে জেলার শ্রেষ্ট এএসআই পদে পুরুস্কৃতও করেছেন। তার মাদক ও জুয়ারু মুক্তের এই অভিযানকে অব্যাহত রাখার দাবী জানিয়ে তারা বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন আহম্মেদ ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিনের আশু হস্তক্ষেপ কামনা করেন।