এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সুস্থ বিনোদনের মাধ্যমে যুব সমাজকে মাঠমুখী করতে হবে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধূলা চর্চার বিকল্প নেই। খেলাধূলা চর্চার মাধ্যমে বীরগঞ্জ খেলার যে ঐতিহ্য রয়েছে আমরা তা ধরে রাখতে চাই।
বীরগঞ্জ রহিম বখস উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গতকাল ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ আলম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী ও ৮নং ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান বদিউজ্জামান পান্না।
ফাইনাল খেলায় বিজয়পুর যুব উন্নয়ন ক্লাব বনাম ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাব ১-০ গোলে বিজয়পুর যুব উন্নয়ন ক্লাব চ্যাম্পিয়ন হয় এবং ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাব রানার্স-আপ হয়।
এদিকে একই দিনে বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি (২০১৭-২০১৮) মৌসুমে গম, ভূট্রা, সরিষা এবং পরবর্তী খরিপ-১ মৌসুমে মূগ ডাল চাষে প্রনোদনা কর্মসূচীর আওতায় সরিষা ফসলের ২৫০ জন কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরন, ভাবকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত বাউন্ডারী ওয়াল ও গেটের উদ্বোধন, ৮নং ভোগনগর ইউনিয়নে ভাবকী সোনার বাংলা যুব উন্নয়ন ক্লাব’র উদ্বোধন, ৯নং সাতোর ইউনিয়নে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প-২য় পর্যায় এর আওতায় কৃষি যন্ত্র সেবা প্রদান কেন্দ্রের উদ্বোধন, চৌপুকুরিয়া মাঝাপাড়া দূর্গা মন্ডপ এর ভিত্তি প্রস্তর উদ্বোধন, ৯নং সাতোর ইউনিয়ন আওয়ামী লীগ এর আয়োজনে কর্মী সভায় বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।