বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ১০ লাখ

0
28

নিউজ ডেস্ক:

মাত্র এক বছরেরও কম সময়ে বিশ্বজুড়ে করোনার দাপটে মৃত্যু ছাড়ালো ১০ লাখ। গত বছরের শেষের দিকে চীন থেকে ছড়িয়ে পড়া করোনায় সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১০ লাখ ২ হাজার ৩৮৯ জন।

মৃত্যু হারে সর্বোচ্চ শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে মৃতের সংখ্যা ২ লক্ষের বেশি। এরপরেই তালিকায় রয়েছে ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং ব্রিটেনের নাম।

সাধারণ মানুষ দীর্ঘ প্রায় ৮ মাস ধরে ঘরবন্দি রয়েছেন। মাস্ক, সামাজিক দূরত্ব এখন মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। ভ্যাকসিনের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছে সাধারণ মানুষ। হু-এর এমার্জেন্সি ডিরেক্টর মাইকেল রায়ান সাংবাদিকদের জানিয়েছেন, ১ মিলিয়ন একটা ভয়াবহ সংখ্যা। ২ মিলিয়নে যাওয়ার আগে সেটি রোধ করা দরকার।