নিউজ ডেস্ক:
বিশ্বের সর্বাধিক আয়কারী তারকাদের তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। তালিকার সেরা দশের পাঁচ জনই জনপ্রিয় সঙ্গীত তারকা এবং সেরা দশের ছয়জনই মার্কিন নাগরিক। তালিকায় সেরার স্থান দখল করেছেন মার্কিন সঙ্গীতশিল্পী ডিডি। তার সম্পদের পরিমাণ ১৩০ মিলিয়ন ডলার। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন সঙ্গীতশিল্পী বিয়ন্সে নোয়েলস (১০৫ মিলিয়ন), লেখিকা জে কে রাওলিং (৯৫ মিলিয়ন) ,
সেরা দশে আরও আছেন ড্রেক (৯৪ মিলিয়ন), ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো (৯৩ মিলিয়ন), দি উইকেন্ড (৯২ মিলিয়ন), মিডিয়া ব্যক্তিত্ব হাওয়ার্ড স্টার্ন (৯০ মিলিয়ন ডলার), পপ ব্যান্ড কোল্ড প্লে (৬৯.৩৩ মিলিয়ন ডলার), লেখক জেমস প্যাটারসন (৮৭ মিলিয়ন), বাস্কেটবল তারকা ল’ব্রন জেমস (৮৬ মিলিয়ন ডলার)।
ফোর্বস প্রকাশিত ১০০ জনের সেরা ধনী তারকার তালিকায় বলিউড তারকা শাহরুখ খান (৬৫), সালমান খান (৭১) ও অক্ষয় কুমার (৮০) স্থান পেয়েছেন। তাদের সম্পদের পরিমাণ যথাক্রমে ৩৮, ৩৭ ও ৩৫.৫ মিলিয়ন ডলার।