নিউজ ডেস্ক:
মধ্য প্রাচ্যের রাষ্ট্রগুলির কূটনৈতিক সমীকরণ বদলে যেতে চলেছে। বিভেদ ভুলে একে অন্যের বন্ধু হতে চলেছে সৌদি আরব এবং ইসরায়েল। সম্প্রতি লন্ডনের দ্যা টাইমস নামক দৈনিক সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে।
আরব এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি সূত্রের উল্লেখ করে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্যা টাইমস। সেই প্রতিবেদন অনুসারে, সৌদি আরবে ইসরায়েলি সংস্থাগুলির ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতির মাধ্যমে কিংবা সৌদি আরবের আকাশসীমায় ইসরায়েলের বিমান চলাচলের অনুমতি দেয়ার মাধ্যমে এ সম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে। ধীরে ধীরে এ সম্পর্ক বাড়বে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
ইতিমধ্যেই এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথাবার্তা শুরু হয়েছে বলে লেখা হয়েছে দ্যা টাইমসের সেই প্রতিবেদনে। একইসঙ্গে আরও বলা হয়েছে যে ইরানের প্রধান দুই শত্রু দেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা হলে তা মধ্যপ্রাচ্যের বহু ঘটনার গতিপ্রকৃতি পাল্টে দেবে এবং ওই অঞ্চলকে অনেক বেশি অস্থিতিশীল করে তুলবে।