বিভিন্ন অপরাধে ৭৩ মামলা ও ১০টি গাড়ি আটক

0
16

মেহেরপুরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ট্রাফিক পুলিশের অভিযান
নিউজ ডেস্ক:মেহেরপুরে বিশেষ অভিযানে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট, ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ৭৩টি মামলাসহ ১০টি মোটরসাইকেল আটক করেছে মেহেরপুর জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের নেতৃত্বে গত দুইদিনে শহরের কোলেজ মোড়, হোটেল বাজার, কোর্ট মোড়সহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। জেলা ট্রাফিক পুলিশের টিআই ইসমাইল, টিআই-২ মুজতবা, সার্জেন্ট নাজমুল হাসান, ট্রাফিক পুলিশ মুস্তাফিজুর রহমান, মকবুল হোসেনসহ পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। ট্রাফিক পুলিশের টিআই ইসমাইল হোসেন জানান, ট্রাফিক আইন অমান্য করা, রেজিঃবিহীন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালকের বিরুদ্ধে এসকল মামলা দেওয়া হয়। ড্রাইভিং করার সময় মোবাইল ফোনে কথা বলা, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো, এসব দুর্ঘটনা থেকে আমাদের সর্তক থাকতে হবে। আসুন আমরা সবাই সচেতন হই, প্রতিরোধ করি সড়ক দুর্ঘটনা।