নিউজ ডেস্ক:
বনের পশু চিতাবাঘ, বনেই তার থাকার কথা, কিন্তু তার নিত্য অভ্যাস গাছ বেয়ে ওপরে ওঠার। আর অভ্যাসের চর্চা করতে গিয়েই ঘটলো বিপত্তি, দিতে হলো প্রাণ বিসর্জন।
সম্প্রতি ভারতের তেলাঙ্গানা রাজ্যের নিজামাবাদ গ্রামে গাছ ভেবে ১২ ফুট লম্বা এক বিদ্যুতের খুঁটি বেয়ে উপরে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে এক চিতাবাঘ। আর গ্রামবাসীদের ধারণ করা সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘটনার পরপরই রাজ্যের বিদ্যুৎকেন্দ্র থেকে এলাকাটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। গ্রামবাসী তাদের মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিওতে ধরে রেখেছেন বাঘটির এই মর্মান্তিক মৃত্যু। তাদের ধারণা বাঘটি পার্শ্ববর্তী মালারাম জঙ্গল থেকে চলে এসেছিল।
সূত্র: এনডিটিভি