মোঃ সুমন আলী খাঁন, হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আজ শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ লক্ষ্যে শুক্রবার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী মালামাল। নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হয়েছে সমগ্র উপজেলা। উপজেলার ৬১ কেন্দ্রসহ পুরো উপজেলায় ৬৩৭জন পুলিশ, ৭৩২জন আনসার, ৯০জন বিজিবি ও পর্যাপ্ত র্যাব মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ তারা মিয়া (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোঃ চান মিয়া (ধানের শীষ), ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব ডা. মোঃ রমিজ আলী (আম) ও স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ফিরোজ আলী মিয়া (তালা)। এদিকে, প্রার্থী ও সমর্থরা ভোটগ্রহণ ও ফলাফল নিয়ে সন্ধেহ ও সংশয়ে আছেন। নির্বাচন কমিশনের দেয়া তথ্যানুযায়ী, ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত বাহুবল উপজেলার মোট ভোটার সংখ্যা ১লাখ ২৪ হাজার ১শত ২০ জন। এর মধ্যে পুরুষ ৬২ হাজার ৫শত ২ ও মহিলা ৬১ হাজার ৬শত ১৮। ভোটগ্রহণ কাজে ৬১ কেন্দ্রে মোট ৬১ ৯২৫ কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানিয়েছেন, উপজেলার ৬১টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে কেন্দ্রগুলোতে একজন এসআই, একজন এএসআই, ৫ জন কনস্টেবল ও ১০জন আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া বাকী সাধারণ কেন্দ্রগুলোকে একজন এসআই, একজন এএসআই, ৪ জন কনস্টেবল ও ১০জন আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও স্টাইকিং ফোর্সের ৩টি টিম ও ১৫টি মোবাইল টিম ছাড়াও বিভিন্ন সড়কে ৪টি চেক পোস্ট দায়িত্ব পালন করবে। জানা যায়, নির্বাচনকে ঘিরে গোটা উপজেলায় কিছুটা উৎসবের আমেজ থাকলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও আছে। অধিকাংশ প্রার্থী ও সমর্থদের মাঝে ‘ভোটগ্রহণ ও ফল প্রকাশে’ স্বচ্ছতা ও নিরপেতা নিয়েও আছে সন্ধেহ-সংশয়। যদিও নির্বাচন কমিশন ও স্তুানীয় প্রশাসন সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। এ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে তেমন আগ্রহ পরিলতি না হওয়ায় কেন্দ্রে ভোটার উপস্তিুতি কম হবে বলেও ধারণা পাওয়া যাচ্ছে।