নিউজ ডেস্ক:
বলিউড অভিনেতা ধাহরুখ খান সব সময়ই জোর দিয়েছেন সিনেমায় প্রযুক্তির উপর। তিনি মনে করেন এই প্রযুক্তিই ভারতীয় সিনেমাকে এক অন্য মাত্রায় পৌঁছে দেবে৷ এই বছর সেই প্রযুক্তি নির্ভর সিনেমা ছিল ‘বাহুবলী-দ্য কনক্লুশন’। ‘বাহুবলী-দ্য কনক্লুশন’ বলিউডের ইতিহাসের অন্যতম সফল সিনেমা হলেও বলিউড বাদশা এখনও সিনেমাটি দেখার জন্য সময় বের করতে পারেননি।
শাহরুখ খান জানালেন, বাহুবলী, এই ছবিটির সাফল্য প্রমাণ করে, সাহস ছাড়া এই গরিমায় পৌঁছানো সম্ভব নয়। বাহুবলী-দ্য কনক্লুশন’ দেখে উঠতে পারেনি। তবে ‘বাহুবলী – দ্য বিগিনিং’ দেখেছি।
তিনি বলেন, “শুধু বানিজ্যিক সাফল্য নয়, এই সিনেমাটিকে এত বড় মাপে দেখার দৃষ্টিকোণ, বা শুধুমাত্র ভাবনাটির জন্য সাহসিকতার প্রয়োজন ছিল। প্রযুক্তি, সবসময়ই একটি সিনেমার গুরুত্বপূর্ণ অংশ, সেটি থাকবেও৷ তবে অন্য ধরণের সিনেমাও থাকবে তার সঙ্গে৷ সেগুলোও চমৎকার এবং সুন্দরও৷ প্রযুক্তি আসার আগেও আমরা সুন্দর ছবি তৈরি করেছি৷”
শাহরুখ আরও বলেন, তবে যখন আপনাকে একটি বড় মাপের সিনেমা বানাতে হয় আর তাও এই বিশাল মাপের দর্শকের জন্য, তখন আপনার প্রয়োজন পড়বে সাহসের। আর তা পুরোটাই একটা গল্প বলার মধ্যে দিয়েই প্রকাশ করতে হয়৷ তখনই সেটি হয়ে ওঠে এক বড় মাপের, সুন্দর ও সাহসী ছবি৷ বাহুবলী এমনই এক ছবি।
শাহরুখ বাহুবলীর সাফল্যের জন্য এস এস রাজামৌলিকে অভিনন্দনও জানান। তিনি বলেন যে, এস এস রাজামৌলি সবসময় অনুপ্রেরণা দিয়ে এসেছেন। যে ছবিটি তিনি করবেন, তাতেই এই অনুপ্রেরণা থাকবে। তার কাজ অন্যান্য পরিচালক, প্রযোজকদের অনুপ্রেরণা এবং উৎসাহ দুটোই করবে।