নিউজ ডেস্ক:
দশম জাতীয় সংসদের ষষ্ঠদশ অধিবেশন ও বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৩০ মে। আর এই অধিবেশনের ১ জুন বাজেট পেশ করা হবে।
গতকাল রবিবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। ওইদিন বেলা ১১টায় অধিবেশন শুরু হবে।
দেশের ইতিহাসে ৪৬তম বাজেট এবং বর্তমান সরকারের চতুর্থ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আব্দুল মুহিত ১১তম বাজেট পেশ করবেন। যা দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। বিএনপি নেতা প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সর্বোচ্চ ১২টি বাজেট দিয়েছেন।
আগামী ৩০ জুন বাজেট অধিবেশন শুরু হওয়ার পর ১ জুন (বৃহস্পতিবার) ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এরপর প্রথা অনুযায়ী (০২ জুন) শুক্রবার অর্থমন্ত্রী বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করবেন। প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শেষে জুন মাসের তৃতীয় সপ্তাহে বাজেট পাস হতে পারে।