রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন
নিউজ ডেস্ক:রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বাজার তদারকিতে মাঠে নামে দু’টি টিম। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনিটরিং টিম দু’টির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম ও জেলা পুলিশের সদস্যরা। এ সময় চুয়াডাঙ্গা পৌর শহরের বড় বাজার, নিচের বাজার, কাঁচা বাজার, মাছের বাজার, মাংসের বাজার, ফলের দোকান ও বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ব্যবসায়ীদের সতর্ক করলেও বাজার তদারকির প্রথম দিনে কোনো ব্যবসায়ীকে জরিমানা করেননি। তবে পবিত্র রমজানে কোন ধরণের ভেজাল খাবার বিক্রি ও মজুদ না রাখতে নির্দেশনা দেন। পরবর্তীতে অনিয়ম ও ভোক্তা অধিকার ক্ষুন্ন হয় এমন কাজে লিপ্ত হলে আইনানুগ ব্যবস্থা নেয়ারও হুশিয়ারী দেয়া হয়।
এ প্রসঙ্গে নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে চুয়াডাঙ্গায় রমজান জুড়েই এ অভিযান অব্যহত থাকবে।’ তিনি বলেন, ‘প্রথম দিনে সাধারণ ভোক্তাদের স্বার্থে বাজার পর্যবেক্ষণের পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হচ্ছে। তাদের যে বিষয়গুলো জানা নেই, সেগুলো জানানো হচ্ছে। মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখাসহ ব্যবসায়ীদের কর্তব্যের বিভিন্ন বিষয় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। প্রথমে তাদের অনিয়মগুলো দেখে নিয়ে এরপর তাদের বিরুদ্ধে কি কি শাস্তির বিধান রয়েছে সেগুলো জানিয়ে দেওয়া হচ্ছে। এরপরও যদি তারা এগুলো না মানে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম বলেন, ‘রমজানে ভেজাল প্রতিরোধ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রথম দিন থেকেই অভিযান শুরু করা হয়েছে। এটি পুরো রমজানজুড়েই অব্যহত থাকবে। এজন্য মাঠপর্যায়ে কাজ করছি আমরা। কোথাও কোনো অনিয়ম পেলে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে তাৎক্ষণিকভাবে জরিমানাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’