সোমবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার ডুমরাই গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুস সামাদ ওই গ্রামের বাসিন্দা।
বাগাতিপাড়া মডেল থানার উপ-পরির্দশক (এসআই) খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আব্দুস সামাদের বাড়িতে গাঁজার চাষ হয়। এরই প্রেক্ষিতে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তার বাড়ির পাশ থেকে দুইটি গাঁজার গাছ জব্দসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।