ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ নার্সারী মালিক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক খালেদা খানম মাসব্যাপী বিনামুল্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বৃক্ষরোপন শুরু করেছেন। বৃহস্পতিবার শহরের জাতীয় মহিলা সংস্থা প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে তিনি এ কর্মসূচী শুরু করেন। এরপর জেলা শিশু একাডেমী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি বৃক্ষ রোপন করেন। এছাড়াও অস্বচ্ছল মানুষের মাঝে ১ হাজার গাছের চারা বিতরণ করেন তিনি।
এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড.খান মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান খান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন, সেনেটারী ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেসময় খালেদা খানম বলেন, সদর উপজেলা কৃষি অফিসের প্রযুক্তিগত সহযোগীতায় এ অভিযান শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে বাস্তবায়ন করার লক্ষ্যে, বাংলাদেশকে একটি সবুজ শ্যামল দেশ হিসেবে গড়ে তুলতে এ অভিযান।