নিউজ ডেস্ক:
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সব ক্ষেত্রেই সফল এবং ভবিষ্যতেও এ সফলতা বিরাজমান থাকবে।
বুধবার বিকেলে সদরঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সফলভাবে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় আজকে ঢাকা-বরিশাল রুটে এমন দু’টি বিলাসবহুল লঞ্চের উদ্বোধন হচ্ছে। এছাড়া আরও বড় বড় লঞ্চ চলাচল করছে। শুধু উন্নয়ন নয় আমরা নিরাপত্তার দিকেও মনোযোগ দিচ্ছি। সর্বশেষ কয়েক বছরে নৌরুটে কোনো ধরণের দুর্ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিওটিএ) চেয়ারম্যান এম. মোজাম্মেল হক, নৌ-চলাচল সংস্থার সভাপতি মাহাবুব উদ্দিন আহম্মেদ, সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলামসহ বেশ কয়েকটি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা।