নিউজ ডেস্ক: খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন আজ। এ দিন জেরুজালেমের বেথেলহেমে মা মারিয়ার গর্ভে জন্ম নিয়েছিল যীশুখ্রিষ্ট। এ উপলক্ষে রং বেরং এ বর্ণিল সাজে সেজেছে মুজিবনগর এলাকার খ্রিষ্টান পল্লীগুলো, বিরাজ করছে উৎসবের আমেজ। দূর দূরান্ত থেক নাড়ির টানে এলাকায় ফিরছে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। আশেপাশের অন্য সম্প্রদায়ের মানুষের মাঝেও উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। খ্রিষ্টান পল্লীরপাড়ার মোড়ে মোড়ে যীশু খ্রিষ্ট বেথেলহেমের যে গোয়াল ঘরে জন্মগ্রহন করেছিল তার আদলে তৈরি করা হয়েছে গোশালা। গতকাল সোমবার দিবাগত রাত থেকে শুরু হয়েছে মূল উৎসব।মুজিবনগর উপজেলায় সবচেয়ে বেশি খ্রিষ্টান সম্প্রদায়ের লোক বাস করে বল্লভপুর ও ভবেরপাড়া গ্রামে। বড়দিন উপলক্ষে বাগোয়ান ইউপি সদস্য বল্লভপুর গ্রামের মি.শংকর বিশ্বাস জানান, বড়দিন উপলক্ষে ডীনারির অর্ন্তগত চার্চগুলোতে ব্যাপক আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে গীর্জায় প্রার্থনা আনন্দ ফুর্তি নাচ, গান এবং গোশালাগুলো উদ্বোধন করা হবে। ২৬ তারিখে থেকে বল্লভপুর খেলার মাঠে এলাকার ঐতিহ্যবাহী ৭ দিনব্যাপি আনন্দ মেলার উদ্বোধন করা হবে। বল্লভপুর আনন্দ মেলা উৎযাপন কমিটির সম্পাদক মি. মনিন্দ্র মল্লিক (নাড়–) জানান, বড়দিন এবং আনন্দ মেলার নিরাপত্তার জন্য প্রশাসন সর্বাত্মক সহযোগীতা করছেন। প্রশাসনের পাশাপাশি চার্চ ও মেলা কমিটিও নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থা গ্রহন করেছে।ভবেরপাড়া ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার রেভা. বাবুল বৈরাগী জানান, যীশু খ্রিষ্টের জন্মদিন শুভ বড়দিন উপলক্ষে ক্যাথলিক চার্চের নিয়ন্ত্রণাধীন চার্চগুলোতে ব্যাপক আয়োজন করা হয়েছে। গীর্জাগুলো বর্ণীল সাজে সাজানো হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার সময় খ্রিষ্ঠযোগের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়েছে। বাগোয়ান ইউপি সদস্য ভবেরপাড়া গ্রামের মি. দিলিপ মল্লিক জানান, বড়দিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তার জন্য প্রশাসন সর্বাত্মক সহযোগীতা করছেন এবং খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষসহ সকল ধর্মালম্বীর মানুষ আমাদের সাথে সর্বাত্মক সহযোগীতা করছে।নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হলে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, বড়দিন উপলক্ষে যে কোন অপ্রীতিকর ঘটনা প্রতিহত করার জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তিনি নিজেও বিভিন্ন এলাকা ঘুরে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন। উপজেলার প্রত্যেকটি গীর্জায় সার্বক্ষনিক পোশাক পরিহিত অবস্থায় পুলিশ প্রহরার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি সাদা পোশাকে পুলিশের টিম এবং ডিবির গোয়েন্দা টিম কাজ করে যাচ্ছে। খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ স্বতস্ফুর্তভাবে বড়দিনের অনুষ্ঠান পালন করছে।